ফরিদপুরে কুকুরের মাংস বিক্রির অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০২-২০২৫ ০২:২২:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০২-২০২৫ ০২:২২:০৫ অপরাহ্ন
প্রতীকী ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গায় সুজন (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সুজনকে কুকুরের মাংস কাটতে দেখেন স্থানীয়রা। তাদের দাবি, এর আগেও সুজন কুকুরের মাংস বিক্রি করেছেন। সুজন উপজেলার বুড়াইচ ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা।
পোল্ট্রি ব্যবসায়ী লাভলু মিয়া বলেন, ‘‘সুজন মাদকাসক্ত। এছাড়া, তিনি চুরি ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। সুজন এলাকার কুকুরগুলোকে সবসময় মুরগির নাড়িভুঁড়ি খেতে দিত। তবে, গত কয়েক দিন ধরে একটি কুকুরের খোঁজ মিলছে না।’’
স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার বলেন, ‘‘সম্প্রতি সুজনকে হেলেঞ্চা বাজারে কুকুরের মাংস কাটতে দেখেছেন অনেকে। এ সময় তাকে আটকানোর চেষ্টা করা হলেও পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কুকুরের পা, মাথা ও মাংস পাওয়া গেছে।’বুড়াইচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, ‘‘অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুজন পুলিশের হাতে আটক হয়েছিল। তবে, তার কার্যকলাপ বন্ধ হয়নি।’এ বিষয়ে জানতে সুজনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স