ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​দাম্পত্য জীবনের বিশ্ব রেকর্ড!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০২:১০:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০২:১০:৩৪ অপরাহ্ন
​দাম্পত্য জীবনের বিশ্ব রেকর্ড! ​ছবি: সংগৃহীত
ব্রাজিলের মানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো (১০৫) ও মারিয়া ডি সুজা ডিনো (১০১) একসঙ্গে কাটিয়েছেন অবিশ্বাস্য ৮৪ বছর ৭৭ দিন! এ দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম জীবিত বিবাহিত দম্পতি হিসেবে।  শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

১৯৪০ সালে ব্রাজিলের সেয়ারা প্রদেশের বোয়া ভেন্তুরার এক ছোট্ট চ্যাপেলে তাদের বিয়ে হয়। সময়টা ছিল একেবারেই ভিন্ন।  মানোয়েল জন্মগ্রহণ করেন ১৯১৯ সালে, আর মারিয়া ১৯২৩ সালে। তারা প্রথম পরিচিত হন ১৯৩৬ সালের দিকে, যখন উভয়েই কৃষিকাজে ব্যস্ত ছিলেন।  

মানোয়েল আলমেইদা অঞ্চলে রাপাদুরা (এক ধরনের ব্রাজিলিয়ান মিষ্টি) সংগ্রহ করতে গিয়ে মারিয়ার সঙ্গে পরিচিত হন। তবে তখন তাদের সম্পর্ক গড়ে ওঠেনি।  ১৯৪০ সালের দিকে এক আকস্মিক সাক্ষাতে মানোয়েল বুঝতে পারেন, মারিয়াই তার প্রকৃত ভালোবাসা। সেই মুহূর্তে তিনি আর সময় নষ্ট না করে মারিয়াকে প্রেমের প্রস্তাব দেন, আর মারিয়াও সানন্দে তা গ্রহণ করেন।  

কিন্তু শুরুতে তাদের প্রেম মেনে নিতে চাননি মারিয়ার মা। তাই মানোয়েলকে পরিবারের বিশ্বাস অর্জন করতে হয়েছিল। ভবিষ্যৎ সংসারের জন্য তিনি নিজ হাতে একটি ঘর তৈরি করতে শুরু করেন। অবশেষে পরিবারের অনুমতি মেলার পর তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন।  

মানোয়েল ও মারিয়া তাদের সংসার জীবনে একসঙ্গে কঠোর পরিশ্রম করেছেন। তাঁরা মূলত তামাক চাষ করে তা বিক্রি করতেন এবং ধীরে ধীরে একটি বড় পরিবার গড়ে তোলেন।  তাদের দাম্পত্য জীবনে এসেছে ১৩টি সন্তান, যাদের থেকে জন্ম নিয়েছে ৫৫ জন নাতি-নাতনি, ৫৪ জন প্রপৌত্র, এবং বর্তমানে তাদের আছে ১২ জন অষ্টপ্রপৌত্র!  এই অবিশ্বাস্য দাম্পত্য জীবনের রেকর্ড গড়ে তারা প্রমাণ করেছেন, ভালোবাসা সত্যিই সময়ের সীমানা ছাড়িয়ে যায়!

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ