ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​সন্তানদের সব জায়গায় সঙ্গে রাখা মাস্কের একটি কৌশল!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৫৫:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৩:০৫:৩৫ অপরাহ্ন
​সন্তানদের সব জায়গায় সঙ্গে রাখা মাস্কের একটি কৌশল! ​ছবি: সংগৃহীত
বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ, প্রায় সব জায়গাতেই ইলন মাস্কের সন্তানদের দেখা যায়। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মাস্ক। তখনও সঙ্গে ছিল তাঁর যমজ সন্তান অ্যাজুর ও স্ট্রাইডার।

প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। অনুদানও দিয়েছিলেন প্রায় ২০ কোটি ডলার। যদিও ট্রাম্প জেতার পর মাস্কের সম্পদ বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলার। সেই মাস্ককে নিজের প্রশাসনের নবগঠিত গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প।

দায়িত্ব পাওয়ার পর থেকে ওয়াশিংটনের বিভিন্ন অনুষ্ঠানেও মাস্কের সঙ্গে তার সন্তানদের দেখা গেছে। এমনকি গত বুধবার মাস্কের চার বছর বয়সী সন্তান লিল এক্সকে ওভাল অফিসের রেজল্যুট ডেস্কের (মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত ডেস্ক) কোনা ধরে ঝোলাঝুলি করতে দেখা গেছে। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, একটি স্মরণসভা ও টাইম সাময়িকী আয়োজিত এক অনুষ্ঠানে মাস্কের সঙ্গে তার সন্তানদের দেখা গেছে।

এ বিষয়ে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের জনযোগাযোগ বিভাগের অধ্যাপক কার্ট ব্র্যাডক বলেছেন, এটি মাস্কের একটি রাজনৈতিক কৌশল। এর মাধ্যমে তিনি (মাস্ক) নিজেকে সাধারণ মানুষের কাছে আরও বেশি ব্যক্তিত্ববান ও মানবিক হিসেবে উপস্থাপন করতে চান।

ব্র্যাডকের ধারণা, কোনো কিছু থেকে মানুষের দৃষ্টি সরাতে মাস্ক তার সন্তানদের বিভিন্ন অনুষ্ঠানে নেন। আর তাতে মাস্ক ও ট্রাম্প দুইজনই লাভবান হন। অন্য বিষয় থেকে মনোযোগ সরিয়ে কিছু বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারসংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন হ্যাবার। তিনি একজন কৌশলগত যোগাযোগ বিশেষজ্ঞ। তার মতে, পরিবেশ যত বেশি বিশৃঙ্খল থাকবে, ট্রাম্পের দিকে অন্যদের মনোযোগ তত কম থাকবে। আর তা ট্রাম্পের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে।

যদিও রাজনীতিতে যুক্ত হওয়ার অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় মাস্কের সঙ্গে তার সন্তানদের দেখা গেছে। এক দশক আগে যখন মাস্কের এত শক্তপোক্ত অবস্থান তৈরি হয়নি, তিনি সবে টেসলার বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলেন, তখনও সন্তানদের তার আশপাশে দেখা গেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ