চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করতে পারবেন ৯টি ভাষায়
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০২-২০২৫ ০৫:৫৭:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০২-২০২৫ ০৫:৫৭:৪৪ অপরাহ্ন
আর মাত্র তিনদিন, তারপরই পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। বৈশ্বিক এ আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে।
ডিজিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।
তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। স্টার স্পোর্টের চ্যানেলগুলো এবং স্পোর্টস ১৮ তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন। টফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।
তাছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।
প্রাথমিকভাবে পুরো টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের সরকার তাদের দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয় সঙ্কট। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
১৯৯৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম পাকিস্তানে হচ্ছে কোনো আইসিসি টুর্নামেন্ট। পাকিস্তানে খেলা হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমি-ফাইনালে।
প্রথম সেমি-ফাইনাল হবে দুবাইয়ে, দ্বিতীয় সেমি-ফাইনাল লাহোরে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। আর ভারত ফাইনালে না উঠলে ম্যাচটি হবে লাহোরে।
আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আসর।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স