ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দুই ছেলেসহ বিএনপি নেতা গ্রেপ্তার, প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৫:৪৭:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৫:৪৭:৪৮ অপরাহ্ন
দুই ছেলেসহ বিএনপি নেতা গ্রেপ্তার, প্রতিবাদে সড়ক অবরোধ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর থানার সামনে বিক্ষোভ ও মহাসড়কে অবরোধ করেন তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ এবং তাঁর দুই ছেলে ছাত্রদল কর্মী অনিক খাঁ ও ফিরোজ খাঁ।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কলোনি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পরে বিএনপির নেতাকর্মীরা তাদের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করে। এসময় ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক বেঞ্চ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

আটক  খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, আমার স্বামী ও দুই সন্তানকে নির্যাতন করে নিয়ে গেছে, আমরা তাদের মুক্তি চাই।

এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে।কথা হয়েছে আশা করি  সমাধান হয়ে যাবে। 

লালপুর থানা পুলিশের কর্মকর্তা ওসি (তদন্ত) মমিনুলজ্জামান বলেন, গতরাতে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাদের মুক্তির দাবিতে সমর্থকরা থানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। বিষয়টির সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ