লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের গাড়িবহরে হামলা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০২-২০২৫ ০৫:২৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০২-২০২৫ ০৬:৫৯:১৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি গাড়িবহরে হামলা চালানো হয়েছে। ওই বহরে ইউনিফিল মিশনের বিদায়ী উপকমান্ডারও ছিলেন। হামলায় শান্তিরক্ষী মিশনের কয়েকজন সদস্য আহত হয়েছেন। খবর: বিবিসি।
এর আগে, টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষুব্ধ লেবানিজরা বৈরুত বিমানবন্দরের রাস্তা অবরোধ করে। তারা ইরানি প্লেনের বৈরুতে নামার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়। এই বিক্ষোভের মধ্যেই শান্তিরক্ষী বহরে হামলা হয়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থকরা জাতিগত স্লোগান দিয়ে ইউনিফিলের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে তাদের মারধর করছে। ইউনিফিল এক বিবৃতিতে জানিয়েছে, তারা এমন একটি ঘটনার জন্য অবাক এবং হতবাক। শান্তিরক্ষীদের ওপর হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ইউনিফিল, এবং এটি যুদ্ধাপরাধের সমতুল্য হতে পারে বলে জানিয়েছে। তারা লেবানন সরকারের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
এ ঘটনার পর, লেবাননের সেনাবাহিনী হামলার কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে অপরাধীদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন।
এই হামলার পেছনে মূলত বৈরুতে একটি ইরানি ফ্লাইটের অবতরণ বন্ধ করার ঘটনা দাঁড়িয়ে ছিল। ইসরায়েল অভিযোগ করেছিল, বেসামরিক ফ্লাইটের আড়ালে ইরান প্রতিরোধ যোদ্ধাদের কাছে অর্থপাচার করছে। ইরানও এর প্রতিক্রিয়ায়, বৈরুতে ইরানি প্লেনের অবতরণ না হওয়ার পাশাপাশি, লেবাননের বেশ কিছু নাগরিককে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাধা দিয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স