ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​মসজিদের কোষাধ্যক্ষ দিলেন চমচম, খেয়ে অজ্ঞান ১২ জন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৫:১৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৬:৩৭:৪১ অপরাহ্ন
​মসজিদের কোষাধ্যক্ষ দিলেন চমচম, খেয়ে অজ্ঞান ১২ জন ​ছবি: সংগৃহীত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শবে বরাতের মিলাদের মিষ্টি খেয়ে ১২ জন অসুস্থ হয়েছেন। তাদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। অসুস্থরা সকলেই বহরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের কোষাধ্যক্ষ আব্দুল খালেক ও জিল্লু নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

সদর হাসপাতালে চিকিৎসাধীন সোহান শেখ বলেন, শুক্রবার এশার নামাজের পর পবিত্র শবে বরাত উপলক্ষ্যে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে অনেকেই মিষ্টি আনেন। আমরা প্রায় ১৫ জন মিষ্টি প্যাকেটিংয়ের দায়িত্ব পালন করছিলাম।

মিলাদ শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় মসজিদের কোষাধ্যক্ষ আব্দুল খালেক এসে আমাদের (মিষ্টি প্যাকেটের দায়িত্বে থাকাদের) এক প্যাকেট চমচম খাওয়ার জন্য দেন। 

ওই প্যাকেট খুলে আমি একটি মিষ্টির অর্ধেক খাওয়ার সঙ্গে সঙ্গেই মাথা ঘুরতে থাকে। তবে, তখন আমি তেমন কিছু মনে না করে পুরো মিষ্টি খাই। এর ৩ থেকে ৪ মিনিট পরই মাথা ঘুরে আমি পড়ে যেতে থাকি। পরে আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে হাসপাতালে দেখতে পাই। 

আরেক যুবক আরিফ শেখ বলেন, আমরা যারা ওই প্যাকেটের মিষ্টি খেয়েছি তাদের সকলেরই খাওয়ার ২ থেকে ৫ মিনিটের মধ্যে মাথা ঘোরা শুরু হয়। এরপর আমরা অজ্ঞান হয়ে যাই। যারা অন্য প্যাকেটের মিষ্টি খেয়েছে তাদের কোন সমস্যা হয়নি। নিশ্চয়ই ওই প্যাকেটের মিষ্টির মধ্যে কোন ওষুধ ছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার চাই।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টির ভেতরে এমন কিছু ছিল যেটি তাদের ব্রেনের উপরে কাজ করেছে। এজন্য তাদের ব্রেন ঠিকমতো কাজ করেনি। তবে, এখন তারা সকলেই সুস্থ আছেন।

আমরা অবশিষ্ট মিষ্টিগুলো সংরক্ষণ করে ঢাকায় পরীক্ষা করার জন্য পাঠাবো। মিষ্টির মধ্যে আসলে কি ছিল, তা আমরা শনাক্ত করার চেষ্টা করবো।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদের মিষ্টি খেয়ে ১২ জন অসুস্থ হয়েছেন। তাদেরকে ওই মিষ্টির প্যাকেট দিয়েছিলেন মসজিদের কোষাধ্যক্ষ আব্দুল খালেক। 

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল খালেক ও জিল্লু নামে দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ