ফোন চার্জে দেবেন কখন?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-০২-২০২৫ ০৩:২০:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০২-২০২৫ ০৩:২১:১৭ অপরাহ্ন
প্রতীকী ছবি
মোবাইলের ব্যাটারি চার্জ করার সঠিক নিয়ম জানেন? ভুল চার্জিংয়ের কারণে আপনার মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি তার সঠিক যত্ন নেয়াও জরুরি।
অনেকেই অল্প চার্জ কমলে বা ব্যাটারি একেবারে ০% হয়ে গেলে তবেই চার্জে বসান। আবার কেউ কেউ ১০০% চার্জ না হওয়া পর্যন্ত ফোন চার্জে রেখে দেন। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে হলে ২০% চার্জ থাকতেই চার্জ দেয়া উচিত। ৮০-৯০% পর্যন্ত চার্জ করা ভালো। এতে ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে।
যাদের ফোনে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাদের জন্য ০% থেকে চার্জ শুরু করা ক্ষতিকর হতে পারে। কারণ এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। আবার ৮০% চার্জের পর ফোনের চার্জিং স্পিড কমতে থাকে। যা ব্যাটারির উপর চাপ ফেলে।
অনেকেই মনে করেন, ফোন ১০০% চার্জ হয়ে গেলে ওভারচার্জিং হয়, যা ক্ষতিকর। তবে আজকাল স্মার্টফোনে বিল্ট-ইন সুরক্ষা ফিচার থাকে। যা চার্জ সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ করে দেয়। তবুও ব্যাটারির দীর্ঘায়ু বাড়াতে ১০০% চার্জ না করাই ভালো।
যদি দীর্ঘ সময় ফোন ব্যবহার না করার পরিকল্পনা থাকে, তাহলে ফোনকে ৫০% চার্জ দিয়ে সংরক্ষণ করুন। অ্যাপলের পরামর্শ অনুযায়ী, প্রতি ৬ মাস অন্তত একবার ফোন চালু করা এবং ব্যাটারিকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা ভালো।
সঠিক চার্জিংয়ের উপায়
# ২০% চার্জ থাকলে চার্জে বসান।
# ৮০-৯০% পর্যন্ত চার্জ করুন, ১০০% না করাই ভালো।
# ০% চার্জ হয়ে গেলে ফোন বন্ধ করে দিন। যত দ্রুত সম্ভব চার্জ দিন।
# দীর্ঘ সময় ফোন বন্ধ থাকলে ৫০% চার্জ দিয়ে সংরক্ষণ করুন।
# ফাস্ট চার্জিং ফোনের ক্ষেত্রে অতিরিক্ত গরম হওয়া থেকে বিরত থাকুন।
এ নিয়মগুলো মেনে চললে আপনার স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স