ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ভালোবাসা দিবসে ফুলের দোকানে ভাঙচুর, উদীচীর অনুষ্ঠান স্থগিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০২:৪৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০২:৪৩:৩২ অপরাহ্ন
​ভালোবাসা দিবসে ফুলের দোকানে ভাঙচুর, উদীচীর অনুষ্ঠান স্থগিত ​ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুরে বসন্ত ও ভালবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর ও রেস্টুরেন্টে ভালবাসা বিরোধী বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। এ সময় তারা ‘ভালবাসা দিবস, ভালবাসা দিবস চলবে না, চলবে না’ প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। পুলিশ বলছে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর তৌহিদী জনতা ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানা সংলগ্ন কলেজ রোডে মামা গিফট কর্নারে ভাঙচুর করে। এ সময় তারা দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা ফুল ফেলে দেয়। এদিকে আজ শনিবার ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে ।

ফুল ব্যবসায়ীরা জানান, দোকানে তারা ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। শুক্রবার বিকেলে কিছু লোকজন এসেই হামলা চালিয়ে দোকানে ভাঙচুর করে রাস্তায় ফেলে দেয় ফুল। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছেছে সেটাই তাদের অপরাধ। এ ছাড়া পাশের আরও একটি দোকান ভাঙচুর করে। আগের দিন তাদের ফুল বিক্রি করতে নিষেধ করা হয়েছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

উদীচী ভূঞাপুর শাখার সভাপতি হাসান ছারোয়ার লাভলু বলেন, ভূঞাপুরে ভালোবাসা দিবসের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ কারণে বসন্ত বরণের অনুষ্ঠান স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ‘ঘটনা শোনার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুতই আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ