ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় হই-হুল্লোড়ে মুখর শিশুপ্রহর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৪:২৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৪:২৪:৪৯ অপরাহ্ন
বইমেলায় হই-হুল্লোড়ে মুখর শিশুপ্রহর ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ছুটির দিনে অমর একুশে বইমেলার শিশুপ্রহর ছিল কোমলমতিদের আনাগোনায় মুখর। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় শিশু প্রহরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ পাপেট শো ও গল্পের আসর।

কল্পনার রাজ্যে হাজারও গল্পের মিতালি আর ছড়াদের হুটোপুটি। ক্ষুদে পাঠকদের জ্ঞানের রাজ্যে নতুন মাত্রা এনে দিতে অমর একুশের এই শিশু চত্বর প্রাঙ্গণ সাজানো হয়েছে শিশুদের মনের মত করেই। ছোট্ট সসোনামণিদের হই হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে শিশু চত্বর।

সিসিমপুরের প্রিয় চরিত্রদের দেখা না পেলেও এদিন শিশুরা খেলাধুলায় মেতে ওঠে পাপেটের সঙ্গে। সেই সঙ্গে ছিল পুতুল নাচ আর গল্প বলার আসর।ক্ষুদে পাঠকদের কেউ কেউ অভিভাবকের হাত ছেড়ে নিজেরাই ছুটে বেড়ায় স্টলে স্টলে। কারও পছন্দ কমিক্স, কারও ছড়ার বই।ডিভাইসকেন্দ্রিক জীবন থেকে সরিয়ে বইয়ের রাজ্যে পরিচিত করতে শিশুদের বইমেলায় নিয়ে এসেছেন বলে জানালেন অভিভাবকরা।

 প্রতিদিন বিকেল ৩টা থেকে বইমেলা শুরু হলেও ছুটির দিনে বেলা ১১টা থেকেই শিশুদের জন্য খুলে দেয়া হয় মেলা প্রাঙ্গণ। এবারের বইমেলায় অংশ নেয়া ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টি প্রতিষ্ঠান স্টল করেছে শিশু চত্বরে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ