ভালোবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকের ভিড়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০২-২০২৫ ০৩:২৫:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০২-২০২৫ ০৩:৩০:৩১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সেইসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং শনিবার পবিত্র শবে বরাতের ছুটি হওয়ায় কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। গত বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে পর্যটকের আগমন ঘটতে থাকে।
সরেজমিনে দেখা যায়, প্রকৃতিতে শীতের তীব্রতা কমতে শুরু করেছে। বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ-উম্মাদনায় সৈকতজুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। অনেকে প্রিয়জন, পরিবার নিয়ে সমুদ্রে নামছেন। ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটছেন। অনেকে সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেলফি তুলছেন। অনেকে আবার প্রিয়জনের হাত ধরে ঘুরে দেখছেন সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন তীরে আছড়ে পড়া ছোট বড় ঢেউ।
এদিকে লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, শুঁটকী পল্লী, ফিশ ফ্রাইপল্লী ও আলীপুর-মহিপুর মৎস্যবন্দরেও রয়েছে পর্যটকদের উপস্থিতি। কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেলেও ভিড় লক্ষ্য করা গেছে। বিক্রি বেড়েছে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসা পর্যটক নবদম্পত্তি ফরিদ হোসেন-ইয়াসমিন বলেন, ‘‘আমাদের তিন মাস আগে বিয়ে হয়েছে। তাই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কুয়াকাটা বেড়াতে এসেছি। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যে আমরা মুগ্ধ! তবে হোটেল ভাড়াটা একটু বেশি মনে হয়েছে।’’
ঢাকার মিরপুর-১১ থেকে আসা পর্যটক সোলায়মান হোসেন বলেন, ‘‘বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উপলক্ষে আমরা ৫ বন্ধু কয়াকাটা এসেছি। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটা এক অন্যরকম অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সমুদ্রের ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে!’’
পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘‘আমাদের একটা টিম সব সময়ই কুয়াকাটায় অবস্থান করে। আজ বিশেষ দিন উপলক্ষে আমাদের পেট্রোল টিম কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। যে কোন ধরনের ঘটনা এড়াতে ট্যুরিষ্ট পুলিশের পাশাপাশি আমরা তৎপর রয়েছি।’’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স