ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালের লাম্ফেল পুলিশ ক্যাম্পে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য নিজের সহকর্মীদের গুলি করে হত্যা করেছেন। এরপর তিনি নিজেও আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সিআরপিএফ-এর ১২০নং ব্যাটালিয়নের হাবিলদার সঞ্জয় কুমার নিজের সরকারি অস্ত্র ব্যবহার করে এক কনস্টেবল ও এক সাব-ইন্সপেক্টরকে গুলি করে হত্যা করেন। এছাড়া তার গুলিতে আরও আটজন গুরুতর আহত হন।
এ ঘটনার পরপরই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের দ্রুত ইম্ফালের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (আরআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়।কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মানসিক চাপ বা সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন