ফেনীতে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব
"দেশের স্বার্থে ইসলামী দলগুলোর একটি বক্স হবে"
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০২-২০২৫ ০৮:২৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০২-২০২৫ ০৮:২৩:০৯ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেছেন, দেশের স্বার্থে ইসলামী দলগুলোর একটি বক্স হবে। এজন্য দলগুলোর মধ্যে আলোচনা চলছে। অর্থাৎ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একজন প্রার্থী দেবে। নির্বাচন নিয়ে আলাদা একটা জোট হতে পারে। তিনটা জোট হলেও ফ্যাসিবাদ বিরোধীদের একটি ইন্টারেকশন থাকবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর একটি মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় রাজনীতিতে খেলাফত মজলিস তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় খেলাফত মজলিস ইসলামপন্থীদের একটি ঐক্য নিয়ে কাজ করছে। পাশাপাশি জাতীয় ঐক্য নিয়ে কাজ করছে। যারা দেশপ্রেমী সংগ্রামী ছিলো তাদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ার জন্য কাজ করছে।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক পরিবর্তনের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য নির্বাচনের বিকল্প নেই। সংস্কারের কথা সবাই বলছে আমরাও বলছি। নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংবিধান সংস্কার ছাড়াও গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরো একটি বৈঠক সামনে অনুষ্ঠিত হবে। আমরা বলছি ২০২৫ সালের মধ্যে ন্যূনতম যেসব সংস্কার এগুলো দিয়ে নির্বাচন দেয়া সম্ভব। এর মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। দেশি-বিদেশি যে চাপ গুলো আছে। সেগুলো নির্বাচিত সরকার মোকাবেলা করবে। বর্তমান সরকারকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। তবে আমরা বিশ্বাস করি এ সংস্কার অনেক রাজনৈতিক সরকারের পক্ষেও করা সম্ভব না। যেটি বর্তমান সরকার করতে পারে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যেই করা সম্ভব।
খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলি মিল্লাত।
সাধারণ সম্পাদক সানা উল্যাহর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী ও মর্তুজা ছালেহ, সহ-সাধারণ সম্পাদক সাইফ উল্যাহ ভূঞা ও মাওলানা আজিজ উল্যাহ আহমদী, বায়তুল মাল সম্পাদক সাদ উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম ইসলামী ছাত্র মজলিসের ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আবুল্লাহ আল নাঈম সহ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স