ঢাকা , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্রজ্ঞাপনের পরপরই কাজে যোগদান

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৭:৪৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৭:৪৩:৫৪ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া ​প্রজ্ঞাপন জারির পরপরই নতুন দায়িত্বে যোগ দেন শাহজাহান মিয়া। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পরপরই তিনি নতুন দায়িত্বে যোগ দিয়ে কাজ শুরু করেছেন বলে জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা।

মো. শাহজাহান মিয়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিজ দায়িত্বের অতিরিক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বও পালন করবেন।

এর আগে শাহজাহান মিয়া অতিরিক্ত সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সেখান থেকে তাঁকে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়। পরদিনই আজ এই কর্মকর্তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

শাহজাহান মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫ তম ব্যাচের কর্মকর্তা। ইতোপূর্বে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।


বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ