ঢাকা , শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​এডিবির প্রশিক্ষণে অংশ নিলেন সরকারি-বেসরকারি ৩০ প্রতিনিধি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৬:৫১:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৬:৫১:০৮ অপরাহ্ন
​এডিবির প্রশিক্ষণে অংশ নিলেন সরকারি-বেসরকারি ৩০ প্রতিনিধি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি কার্যালয়ে প্রশিক্ষণ শুরু হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের একটি পরীক্ষা নেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পিপিপি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের পেশাদারদের দক্ষতা বৃদ্ধি পাবে, যা পিপিপি প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়নে সহায়ক হবে। লেভেল ২ প্রশিক্ষণটি মূলত পিপিপি সম্পর্কে প্রাথমিক ধারণা সম্পন্ন পেশাদারদের জন্য, যেখানে প্রকল্প কাঠামো, আর্থিক মডেলিং, ঝুঁকি ব্যবস্থাপনা ও চুক্তি আলোচনা নিয়ে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই প্রশিক্ষণে পরিবহন (সড়ক, সেতু, বন্দর, বিমানবন্দর), বিদ্যুৎ, স্থানীয় সরকার, ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি, পানি খাতের ৩০ জন সরকারি ও বেসরকারি প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা ব্যবহারিক অনুশীলন ও প্রকৃত কেস স্টাডির মাধ্যমে পিপিপি প্রকল্পের জটিলতা সম্পর্কে গভীর ধারণা লাভ করেন।

পিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে শক্তিশালী পিপিপি কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ সরকারের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং টেকসই উন্নয়নে পিপিপি প্রকল্পগুলোকে আরও কার্যকর করে তুলবে। এডিবির এই উদ্যোগের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।

সিপি৩পি (CP3P) প্রোগ্রামটি এডিবি, বিশ্ব ব্যাংক গ্রুপ, আইডিবি, আইএসডিবি ও ইবিআরডি কর্তৃক গৃহীত এবং এপিএমজি ইন্টারন্যাশনাল দ্বারা স্বীকৃত। এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ কর্মসূচি, যা পিপিপি প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য পেশাদারদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ