ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ট্রান্সফর্মার চুরি

দিনাজপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩০০ পরিবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৫:২৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৫:২৭:৪৯ অপরাহ্ন
দিনাজপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩০০ পরিবার ​ছবি: সংগৃহীত
দুই মাসের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়িতে জনবহুল এলাকা থেকে ফের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৫০-৩০০পরিবার। বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) ভোরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকার মেইন সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দাদপুর পুরাতন বন্দর এলাকায় ভোর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে লোডশেডিং মনে করেন স্থানীয়রা। সকালে জানতে পারেন পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফর্মারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। ফলে ভোগান্তিতে পড়েন ওই এলাকার মানুষ। কখন ঠিক হবে তা নিয়ে রয়েছে উদ্বিগ্ন।

ফুলবাড়ী বিদুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন জানান, চুরি হওয়া ট্রান্সফর্মার টি ২৫০কেভির। যা দিয়ে প্রায় ৩০০গ্রাহক বিদুৎ সেবা পায়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফর্মার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও একটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে সে বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় একজকে আটক করা হয়, তবে চুরি যাওয়া ট্রান্সফর্মারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ