ইসির সঙ্গে বৈঠক
সংস্কার ছাড়া নির্বাচন নয় : জামায়াত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০২-২০২৫ ০১:৪২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০২-২০২৫ ০৬:০৬:২৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই ভোটগ্রহণ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।
তিনি বলেন, নো ইলেকশন উইথআউট রিফর্মস। অন্তত নির্বাচন প্রক্রিয়ার সাথে যে সমস্ত প্রতিষ্ঠান ও অর্গানগুলো জড়িত... সেগুলোর সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচনকে নিরপেক্ষ করতে যে সময়টুকু প্রয়োজন, সেটি করে নির্বাচন দিন।
তিনি আরও বলেন, ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২৩ দফা দাবি জানিয়েছি।
জামায়াত সেক্রেটারি বলেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না। সেই সময় দিতে জামায়াত প্রস্তুত। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি। বাংলাদেশের জন্য এটি প্রয়োজন, সংসদ কার্যকরের জন্য প্রয়োজন। প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।
গোলাম পরওয়ার বলেন, নিবন্ধনের বিষয় আদালতে পেন্ডিং আছে, ন্যায়বিচার পাবে বলে আশা করে জামায়াত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া আইনবিধি কঠোর, তা বাতিল করা উচিত। সবার রাজনীতি করার অধিকার আছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স