ঢাকা , শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​৮ বছর পর একসঙ্গে আব্দুল হাদী-সাবিনা ইয়াসমীন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০২-২০২৫ ০২:০৫:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০২-২০২৫ ০২:০৫:৪৩ অপরাহ্ন
​৮ বছর পর একসঙ্গে আব্দুল হাদী-সাবিনা ইয়াসমীন ​ছবি: সংগৃহীত
সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন শেষবার একসঙ্গে কোনও গানে কণ্ঠ দিয়েছেন সেই আট বছর আগে। শফিক তুহিনের কথা ও সুরে ‘দৃষ্টিহীন’ শিরোনামের গানটি ‘অনেক দামে কেনা’ সিনেমার জন্য গেয়েছিলেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) নতুন আরেকটি গানে তারা কণ্ঠ দিলেন। 

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তৈরি হয়েছে গানটি। দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান; সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে দীর্ঘ সময় পর কাজ করা প্রসঙ্গে গণমাধ্যমকে সাবিনা ইয়াসমীন বলেন, ‘হানিফ সংকেতের সঙ্গে আমার সম্পর্কটা যে পর্যায়ের, তাকে না বলাটাও সম্ভব নয়, তাই গানটি গেয়েছি। এই গানের মাধ্যমে অনেক বছর পর হাদী (সৈয়দ আব্দুল হাদী) ভাইয়ের সঙ্গে নতুন গান গাওয়া হলো। আড্ডাও হলো। সময়টাও ভালো কাটলো।’  

বলা প্রয়োজন, দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন সাবিনা ইয়াসমিন। ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে আবার তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিন দিন। এরপর বাসায় ফেরেন তিনি। সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয় তাকে। তবে একটু সুস্থ বোধ করায় আবারও গানে ফিরলেন এই কিংবদন্তী সংগীতশিল্পী। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ