পঞ্চগড়ে ১২ কিমি বেগে বইছে বাতাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০২-২০২৫ ০১:৫৫:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০২-২০২৫ ০১:৫৫:৪২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিদায় নিচ্ছে মাঘ। শেষ মাঘে তাপমাত্রা বাড়লেও বাতাসে বইছে শীত। ভোর থেকে ঘন কুয়াশা ও বাতাস প্রবাহিত হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ১০ ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৩ ও সোমবার (১০ ফেব্রুয়ারি) রেকর্ড হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২ ফেব্রুয়ারি থেকেই ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ অঞ্চলে। ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই কুয়াশা জড়ানো প্রকৃতি। কুয়াশার সঙ্গে শিশির ও বাতাস বইছে। তবে তাপমাত্রা বাড়ার কারণে সকালেই কাজে যেতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনকে। তবে টানা শীতে আয়-রোজগার কমে যাওয়ায় দারিদ্রতায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় উপার্জনে মিলছে না মৌলিক চাহিদা পূরণ। ফলে পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে দিন কাটছে অনেকের।
আব্দুর রহিম ও মমিন নামের দুই পাথর শ্রমিক বলেন, শীত কমে গেছে। তবে আজ কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে শীত লাগছে। পাথর তুলতে বের হয়েছি। ঠান্ডা লাগলেও কিছু করার নেই। পরিবার তো চালাতে হবে। একই কথা বলেন ফিরোজা ও কদবানুসহ কয়েকজন নারী পাথর শ্রমিক।
এদিকে জলবায়ুর পরিবর্তনের কারণে তাপমাত্রা ওঠানামায় বেড়েছে শীতজনিত রোগব্যাধির প্রকোপ। হাসপাতালগুলোতে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ এসব রোগে আক্রান্ত রোগীদের ভিড় দেখা যায়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স