কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০২-২০২৫ ১২:১৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০২-২০২৫ ০২:১৫:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন। তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আগুন নেভাতে ঘটনাস্থলে চলে যাই। গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনও ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদ ও অক্ষত আছে।’
নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেছেন, ‘বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেয়া হয়। আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছু নেই। সব শেষ হয়ে গেছে।
আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান এবিএম হাবিবুর রহমান।
কাফির প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান অভিযোগ করেন, ‘এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছে। কোনোরকম জানে বেঁচে গেছেন তারা।
কাফির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তিনি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসংহতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ থাকেন।
অমর একুশে বইমেলা-২০২৫ এ কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স