ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বিশ্বকাপে ফিক্সিং: ৫ বছর নিষিদ্ধ হলেন বাংলাদেশি স্পিনার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:৩৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:৩৫:৪৬ অপরাহ্ন
​বিশ্বকাপে ফিক্সিং: ৫ বছর নিষিদ্ধ হলেন বাংলাদেশি স্পিনার ​ফাইল ছবি
বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি। ২০২৩ নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফিক্সিংয়ের জন্য তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। 

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলি আক্তার আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করেছে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছেন। এরপর তাকে এই নিষেধাজ্ঞা দেয় আইসিসি।

প্রসঙ্গত, ২০২৩ সালে বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন দলের বাইরে থাকা ক্রিকেটার সোহেলি আক্তার। ওই সময় মিডিয়ার কাছে ম্যাচ পাতানোর কথা স্বীকারও করেন তিনি।

সোহেলি তখন জানান, ‘আকাশ’ নামের এক জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। তিনি কেবল মধ্যস্থতা করেছেন। কোনো ভুল করেননি বলেও দাবি করেন সোহেলি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ