পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০২-২০২৫ ০৭:৪৯:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০২-২০২৫ ০১:১৪:০২ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালীতে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের একাধিক কর্মকর্তাকে কথিত অপহরণ মামলায় জড়ানোর বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ ফেব্রূয়ারি) দুপুরে বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা।
লিখিত বক্তব্যে বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক শহীদ উল্যাহ ভূঁইয়া বলেন, আট দফা দাবি আদায়ে গত কয়েক মাস ধরে গ্রামবাসীরা যেমন আন্দোলন করছে, তেমনি ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল অন্তরের নিখোঁজ বিষয় নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। চলমান পরিস্থিতিতে এক দিকে যেমন দেশের কেপিআই তথা বৃহৎ এই বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অপরদিকে নানা রকম হুমকি, মামলা-মোকদ্দমা ও ভিত্তিহীন অভিযোগের জন্য বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে বসবাসরত ৩১৭ বিদেশিসহ কর্মকর্তা-কর্মচারীদের পরিবার উদ্বিগ্ন ও অনিরাপদ বোধ করছেন। বলতে গেলে ৫৪ ঘন্টা এক ধরনের অবরুদ্ধ অবস্থায় ছিলেন। একইসাথে চাইনিজ কর্তৃপক্ষ তাদের কর্মরতদের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন রয়েছেন।
তিনি বলেন, চলমান আন্দোলনের কারণে চাইনিজ কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ এর মেইন্টেন্যান্স এর কার্যক্রম এবং চলমান ফেইজ-২ এর কার্যক্রম বিলম্ব হওয়ার আশঙ্কার (সাপ্লাই চেইন, এক্সপার্ট জনবলের আসা-যাওয়া) বিষয়টি আমাদের পত্র মারফত জানিয়েছেন।
এমতাবস্থায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। আসছে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সকল সংস্থার সহায়তা কামনা করেন।
মতবিনিময় সভায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজোয়ান ইকবাল, সহকারী ম্যানেজার শাহমনি জিকো, প্রকৌশলী মিথুন মাহালী, তারিকুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স