জেনে নিন কীসে আপনার ফোনের চার্জ শেষ করছে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০২-২০২৫ ০৭:০৩:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০২-২০২৫ ০৭:০৩:১২ অপরাহ্ন
প্রতীকী ছবি
ব্যবহার না করলেও অনেক সময় ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এই অনুমতি দেন ব্যবহারকারীই। এর ফলে ব্যাটারি খরচ হতে থাকে।
সম্প্রতি সুইডেনের অনলাইন পত্রিকা নাইহেডার স্মার্টফোনে ব্যবহৃত জনপ্রিয় অ্যাপগুলোর কার্যক্রম পর্যালোচনা করে সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা কয়েকটি অ্যাপের নাম প্রকাশ করেছে। সেই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা অ্যাপগুলোর বেশির ভাগই দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এর ফলে চাইলেও মুছে ফেলা যায় না।
ফোনে সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা অ্যাপগুলো হলো এয়ারবিএনবি, উবার, ফিটবিট, স্কাইপি, ফেসবুক, এয়ারবিএনবি, ইনস্টাগ্রাম, টিন্ডার, বাম্বেল, স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপ।
ব্যাটারির চার্জ বেশি সময় ধরে রাখার জন্য ফোনের সেটিংস অপশন থেকে ব্যাটারির অ্যাডভান্সড সেটিংস পরিবর্তনের পাশাপাশি বেশি ব্যাটারি খরচ করা অ্যাপগুলোর ক্যামেরা, মাইক্রোফোন প্রভৃতির অ্যাকসেস বন্ধ রাখতে হবে। এতে ব্যাটারির চার্জ কম খরচ হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স