রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০২-২০২৫ ০৭:০১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০২-২০২৫ ০৭:০১:৩৩ অপরাহ্ন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আমিনুল ইসলাম (৩৫) আরএমপি গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।
আমিনুল ইসলাম নগরের হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে থাকতেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় এ বাসা থেকে আমিনুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আমিনুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগরে। তার বাবার নাম মৃত আজিম উদ্দিন প্রামানিক। তিনি হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন।
পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী স্বামীর ঝুলন্ত মরদেহ দেখে থানায় ফোন দেন। পরে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে আমিনুলের গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। আমিনুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে আমিনুল ইসলামের মনোমালিন্য ছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।’
রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গতকাল রাত ১১টার দিকে বাইরে থেকে বাসায় যান আমিনুল। তারপর তিনি আলাদা ঘরে শুয়েছিলেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, গ্রামের বাড়ি থেকে আমিনুলের পরিবারের লোকজন এসেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এএসআই আমিনুল ইসলাম আত্মহত্যা করেছেন। পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স