নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০২-২০২৫ ০৫:০৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০২-২০২৫ ০৬:৪৬:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতরে অধীনে নেওয়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্য জায়গায় শিক্ষাদানের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টা থেকে সাহেপ্রতাপ এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদফতরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন তারা। সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরে পরিকল্পনা করেছে, যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সেই সঙ্গে বন্ধ হয়ে যাবে এই কলেজটি, যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। বর্তমানে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদফতরে অধিভুক্ত করে পরিচালনা করতে হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স