ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​সাগর-রুনির ৫ বছরের সেই শিশু এখন কই!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৪:৩৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৪:৩৩:৪১ অপরাহ্ন
​সাগর-রুনির ৫ বছরের সেই শিশু এখন কই! ​ছবি: সংগৃহীত
সবশেষ তেরো বছরে একটা দিনও স্কুল গেটে মাকে বিদায় জানিয়ে ক্লাসে ঢুকতে পারেনি ছেলেটি। বাবার হাত ধরে বেড়াতে যাওয়া হয়নি তার অফিসে। মেঘে মেঘে বেলা গড়িয়ে মাহির সরোয়ার মেঘের বয়স এখন আঠারো। মা-বাবার প্রশ্নে মেঘ ভাঙে, চাপা কষ্টে বৃষ্টি ঝরে, শূন্যতায় ভরা চোখে চুপচাপ তাকিয়ে থাকে অসীমে।

তেরো বছর আগে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। তারপর থেকেই বাবা-মায়ের সান্নিধ্য ছাড়াই বেড়ে উঠেছে তাদের একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ।

সেই দিনের সেই ৫ বছরের শিশু মেঘের বয়স এখন আঠারো। হাজার ডাকেও সাড়া দেন না মা, ব্যস্ততা শেষে বাবাও জানতে চান না মেঘ কেমন আছে! তবে মেঘের ভিষণ জানতে ইচ্ছে করে কেমন আছেন তার মা-বাবা! বাবার কোলে চড়ে বাইরে যাওয়া আর মায়ের হাতে খাবার খাওয়া হয় না কতদিন। একদিকে কষ্ট বাড়ে অন্যদিকে স্মৃতিগুলো ফিঁকে হয়ে মিশে যায় রঙহীন জীবনে। 

মেঘ বলেন, ‘স্কুলে যাওয়ার জন্য মা তৈরি করে দিতেন আমাকে। ঘুম পাড়িয়ে দিতেন, পড়াতেন, পড়া না পারলে মারতেন। বাবার সঙ্গে অফিসে যেতাম। ওইটা বেশি মনে আছে।’

ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও ছাড়েননি প্র্যাকটিস। এ লেভেল শেষ করে গ্রাফিক্স নিয়ে পড়ার ইচ্ছে তারা। সাগর-রুনির ছেলে বলেন, মাঝে মাঝে খুব মন খারাপ হয়। আল্লাহ যেন তাদেরকে জান্নাত দেন।

তিন ভাইয়ের একমাত্র বোন রুনি। সম্পর্কের গভীরতা এমন যে নানা সংকটে রুনি ও সাগরের না থাকার কথা ভুলে যান ছোট ভাই নওশের রোমান। রোমান বলেন, এক বছর আমি আপুর সঙ্গে কথা বলিনি। তখন ওইটা গায়ে লাগেনি। কিন্তু এখন ওইটা খুব আফসোস লাগে। একটা বছর তো কথা বেশি বলতে পারতাম। এখন বোনের অবয়বটা খুঁজি অন্য জায়গায়। আপু খুন হওয়ার পর যখন মামলা করতে গেলাম, তখন পরামর্শ নেয়ার জন্য আপুকে ফোন করছিলাম!

 ‘একদিন নিশ্চয় অপরাধীরা ধরা পড়বে। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার হবে। একমাত্র সন্তান মেঘও হয়ত একদিন বুঝতে পারবে চাইলেই সব কিছু ধামাচাপা দেয়া যায় না বলেই তার মা-বাবার হত্যার ন্যায় বিচার দিয়েছে আইন’, বলছিলেন রুনির ভাই।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ