ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল জামাইয়ের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৫ ০২:৪৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৫ ০২:৪৫:৫৭ অপরাহ্ন
​শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল জামাইয়ের ​ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর লাঠির আঘাতে জামাই কনাই শব্দকর (৩০) নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কনাই শব্দকর মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে।

পুলিশ জানায়, কনাই শব্দকরের বাচ্চাদের সাথে প্রতিবেশীর বাচ্চাদের ঝগড়া হলে ওইদিন রাতে প্রতিবেশী সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর কনাইকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে ক্রাইমসিন টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ