ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৫ ০১:৫৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৫ ০১:৫৫:২৯ অপরাহ্ন
​ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেপ্তার ​ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজীব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি। তিনি তিন মামলার পলাতক আসামি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে আদালতে নেয়ার কথা।

খোঁজ নিয়ে জানা যায়, রাজীব আহমেদ হেলু গত ৫ আগস্টের পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

গত ৩১ জানুয়ারি তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তোলা ছবিসহ ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ