জিম্মি মুক্তি স্থগিত করলো হামাস!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০২-২০২৫ ০১:১৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০২-২০২৫ ০৩:৫১:৩১ অপরাহ্ন
ফাইল ছবি
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরাইল চুক্তির শর্ত মেনে চললে এখনো জিম্মি বিনিময় সম্ভব বলেও জানিয়েছে সংগঠনটি। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের পরিকল্পনার মধ্যেই বলেছেন, শনিবারের মধ্যে সকল ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়া না হলে, চুক্তি বাতিল করা উচিৎ।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর পাঁচটি ধাপে ৫৬৬ ফিলিস্তিনি ও ১৬ ইসরাইলিকে মুক্তি দিয়েছে উভয় পক্ষ। এই ধারাবাহিকতায় আরও ৩ ইসরাইলি জিম্মিকে আগামী শনিবার মুক্তি দেওয়ার কথা ছিল। তবে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যথাসময়ে উত্তর গাজায় ফিরতে পারেনি। ফিলিস্তিনিদের ওপর এখনও হামলা চালানো হচ্ছে। এমনকি পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না ইসরাইল। এসব অভিযোগের ভিত্তিতে জিম্মি মুক্তি স্থগিত করে হামাস। তবে ইসরাইল যদি এসব সমস্যা কাটিয়ে উঠতে পারে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলে, তাহলে এখনো জিম্মি বিনিময় সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি।
এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনিদের আর গাজায় ঢুকতে দেওয়া হবে না। ফিলিস্তিনিদের প্রতি এখনও পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা নাকচ করে দিয়েছে আরব দেশগুলো। যুক্তরাষ্ট্র সফরে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এমনটি জানান।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স