ঢাকা , শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ফের বড় পর্দায় ‘নায়ক’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০২-২০২৫ ১২:৪০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৫ ১২:৪০:২৮ অপরাহ্ন
​ফের বড় পর্দায় ‘নায়ক’ ​ছবি: সংগৃহীত
যাঁরা উত্তমকুমারের অন্ধ অনুরাগী তাঁদের জন্য সুখবর। ভারতে পুরনো সিনেমা নতুন করে মুক্তির মিছিলে এবার যোগ হয়েছে মহানায়ক উত্তম কুমারের ‘নায়ক’। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নির্মাণে সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। যে সিনেমায় নির্মাতা ফাঁস করেছিলেন একজন নায়ক- সুপারস্টারের ভেতরের জগৎ। প্রশংসা, গ্ল্যামার, ব্যস্ততার আড়ালে তারকা জীবনের অন্তরালের যাতনা দর্শকের সামনে তুলে ধরেন সত্যজিৎ নায়কের মাধ্যমে। আগামী ২১শে ফেব্রুয়ারি ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ‘নায়ক’। 

কলকাতায় ‘নায়ক’ দেখা যাবে প্রিয়া প্রেক্ষাগৃহে। সিনেমা মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন উত্তমের পরিবারের সদস্যরাও। এবারের মুক্তিতে সিনেমার নিবেদক পরিচালক সৃজিত মুখার্জি। বাংলা বিনোদন দুনিয়ায় সৃজিতের প্রথম নিবেদন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘বাকিটা ব্যক্তিগত’। এবার উত্তমকুমারের এমন একটি ছবি নিবেদন করছেন যার সঙ্গে তাঁর যোগ নিবিড়। আনন্দবাজার অনলাইনকে সৃজিত বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে ‘নায়ক’ ছবিটি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অনেক সময় এই ছবির সংলাপ ব্যবহার করে দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতি সামলেছি। ছবিটি এত বার দেখেছি যে, সংলাপ মুখস্থ হয়ে গিয়েছিল। সংঘাতগুলো খুব চেনা। বলতে পারেন, হৃদয়ের খুব কাছাকাছি একটা সিনেমা।”

প্রিয়া প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ দত্ত বললেন, “যে সমস্ত পুরনো ছবি পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে সেগুলো আবার দেখানোর কথা ভাবছি। এই ভাবনার সঙ্গে যুক্ত সত্যজিৎ রায়ের প্রযোজক প্রয়াত আরডি বনশল-কন্যা বর্ষা বনশলও।” 

উল্লেখ্য, ‘নায়ক’ ছবিরও প্রযোজক ছিলেন তিনিই। অরিজিৎ আরও জানিয়েছে, ছবিটি বিকেলের কোনও প্রদর্শনী সময়ে (বিকেল ৫টা বা সন্ধ্যা ৬টা) দেখানো হতে পারে। আপাতত এক সপ্তাহ দেখানো হবে। দর্শক আগ্রহী হলে সময়সীমা বাড়তে পারে। প্রিয়া হলমালিকের কথায়, “ফলাফল ভাল হলে শীতে প্রিয়ায় ফিরতে পারে সত্যজিৎ রায়ের আরও একটি ছবি ‘জন অরণ্য।’”
সূত্র : আনন্দবাজার অনলাইন 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচ বাশার/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ