ঢাকা , মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ঝরছে বৃষ্টির মতো কুয়াশা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৫ ১০:৪২:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৫ ১০:৪৭:২৩ পূর্বাহ্ন
রাজধানীতে ঝরছে বৃষ্টির মতো কুয়াশা সংবাদচিত্র: সংগৃহীত
সকাল প্রায় ৬টা। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে রাজধানীর আকাশ। হিম বাতাসও জানান দিচ্ছে তাপমাত্রাও বেশ খানিকটা কমে গেছে। ঘন কুয়াশার কারণে ভোরে অনেক এলাকার যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল। তবে অবাক করার মত ঘটনাও ঘটেছে ভোরের ঢাকায়। ভোর বেলায় দেখা গেছে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে রাজধানীতে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদফতর সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে কুয়াশার বিষয়ে বলা হয়, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এদিকে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ আপডেট হিসেবে সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ