ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট

সারা দেশে গ্রেপ্তার ১৫২১

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৭:৩২:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৯:০০:২২ অপরাহ্ন
সারা দেশে গ্রেপ্তার ১৫২১
দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ১৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।সোমবার (১০ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্টে’ গত চব্বিশ ঘণ্টায় ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও অভিযানে ১১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এতে আরও বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল, ডজন খানেক দেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম দিনের অভিযানে রবিবার দুপুর পর্যন্ত আটক করা হয় ১৩০৮ জনকে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ