পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে মো. আল-আমীন নামের এক চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আল আমীনের পিতা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে পত্তাশী বাজার থেকে ওই সেনা সদস্যকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল-আমীন নারী সংক্রান্ত কারণে প্রথম স্ত্রীর অভিযোগে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত হয়। পরে আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এসব বিষয়ে আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে।
আরও জানা গেছে, রোববার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। স্থানীয়রা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যায়। পরে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনা সদস্য আল-আমীনকে গ্রেফতার করা হয়। মামলা শেষে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন