ঢাকা , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০২-২০২৫ ০১:০৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৫ ০১:০৩:৫৯ অপরাহ্ন
বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু সংবাদচিত্র: সংগৃহীত
ভারতে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অতিথিদের সামনেই মঞ্চে নাচার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একটি হিন্দি গানের তালে নাচতে নাচতে হঠাৎ ফ্লোরে ঢলে পড়ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম পরিনিতা জৈন। তিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন। শনিবার রাতে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ২৩ বছরের পরিনিতা।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন যেখানে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। বলিউডের জনপ্রিয় একটি গানের তালে নাচার সময় মঞ্চে হঠাৎ ঢলে পড়েন তিনি।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ হয়। পরিবারের সদস্যরা এবং ডাক্তার যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ