ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু

আপলোড সময় : ১০-০২-২০২৫ ১১:৫১:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৫ ১১:৫১:১০ পূর্বাহ্ন
চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু ফাইল ছবি
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে নগরীর বলুয়ারদিঘী পাড় এলাকার জাফর সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, ৬টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে লামার বাজার ও নন্দনকানন থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, বলুয়ারদিঘীর অগ্নিকাণ্ডে হাসপাতালে আনা দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। এ ঘটনায় আহত আরও তিনজন চিকিৎসাধীন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ