ভালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিন ‘টেডি ডে’। সাধারণত প্রেমিকার মন জয় করার জন্য প্রেমিক এই ইমোশনাল উপহার দিয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে কেমন টেডি পেলে প্রেমিকা খুশী হবে? টেডি হাগ- এটি হচ্ছে এমন এক ধরনের টেডি যেটাকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায়। প্রশান্তি পাওয়া যায়। তাই টেডি হাগের চেয়ে ভালো ইমোশনাল গিফট আর কিছু হতেই পারে না।
টেডি লাভ- যারা ভালোবাসার কথা প্রেমিকাকে বার বার মনে করিয়ে দিতে চান, তারা টেডি লাভ উপহার দিতে পারেন। কারণ এ টেডির দুইহাতে ধরা লাভ সাইন।আপনি দূরে থাকলেও প্রেমিকা যতবার টেডি লাভের দিকে তাকাবেন ততবার ভালোবাসার কথাই মনে পড়বে তার।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন