ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০২-২০২৫ ১০:৪৪:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৫ ১১:৩৩:৪৯ পূর্বাহ্ন
সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার সংবাদচিত্র: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ -৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। এর আগে, গত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চয়ন ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ -৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছিলেন। গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়। তার বিরুদ্ধে আরো মামলা আছে। ওসি বলেন, ‘‘গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাবেক এমপি চয়ন ইসলাম টেপিরবাড়ি গ্রামের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে পুলিশ, স্থানীয় ছাত্র-জনতা এবং শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’’ স্থানীয় সূত্রে জানা গেছে, চয়ন ইসলাম ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ