ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০২-২০২৫ ১০:৪০:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৫ ১১:৩০:৫৫ পূর্বাহ্ন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন সংবাদচিত্র: সংগৃহীত
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও তাদের মেয়ে সোহাগী আক্তার (৮)। পরিবারটি ওই এলাকার সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকত।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, ‘‘রাতে মশার কয়েলের জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে তিনজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।’’তিনি আরো বলেন, ‘‘গ্যাসের পাইপ ফেটে (লিক) যাওয়ার এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।’’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ