কৃষিখাতে গবেষণার বিকল্প নেই: কৃষি উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০২-২০২৫ ০৫:১৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০২-২০২৫ ০৫:১৮:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষিখাতের অগ্রগতি টিকিয়ে রাখতে গবেষণার বিকল্প নেই। গুণগত গবেষণা করে ফলাফল কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নবনির্মিত ‘মৃত্তিকা ভবন’ উদ্বোধন ও পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠানকে প্রকল্প নেওয়ার সময় কৃষিজমি রক্ষার বিষয়ে ভাবতে হবে। কোনোভাবেই যেন স্থাপনা নির্মাণ করতে গিয়ে কৃষিজমি নষ্ট না হয়।
উপদেষ্টা কৃষিখাতের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত কৃষিখাতই সবচেয়ে সফল। জমি আর বাড়বে না কিন্তু জনসংখ্যা বাড়তেই থাকবে, তাই কৃষি উৎপাদন বাড়াতে হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের তেল, ডাল, ছোলা প্রভৃতি আমদানি করতে হয়। দেশে উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে। কৃষক যে ফসলে লাভ বেশি পান সে ফসল চাষ করেন। অপ্রচলিত কিন্তু প্রয়োজনীয় ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।উপদেষ্টা পার্বত্য এলাকায় ফলজ গাছ লাগানোর ওপর জোর দিয়ে বলেন, বনায়নের সঙ্গে সঙ্গে ফলজ গাছও লাগাতে হবে।
বাজারে সবজির দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যখন মৌসুম থাকে না ও এক মৌসুম থেকে অন্য মৌসুম গ্যাপে ট্রানজিট সময়ে সবজির বাজার চড়া থাকে। এ সমস্যা থেকে উত্তরণে শাক-সবজি ও ফলমূল সংরক্ষণের জন্য স্বল্প ধারণক্ষমতা সম্পন্ন হিমাগার তৈরি করা হচ্ছে।উপদেষ্টা কৃষিখাতের অবদানের তুলনায় স্বীকৃতি ও পুরস্কার কম উল্লেখ করে বলেন, কৃষি ও কৃষকের কথা বলতে হবে, এ খাতকে স্বীকৃতি দিতে হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স