ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শক্তিশালী ​ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান সাগর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:৪৫:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:৪৫:২৪ অপরাহ্ন
শক্তিশালী ​ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান সাগর ​ছবি: সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান সাগর ও তৎসংলগ্ন অঞ্চল। কম্পন অনুভূত হয় উত্তর হন্ডুরাসেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। ক্যারিবিয়ান সাগরে এবং হন্ডুরাসের উত্তর অঞ্চলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

বিভিন্ন আন্তর্জাতিক রিসার্চ সেন্টারের দেয়া তথ্য অনুযাী, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হন্ডুরাস ও সন্নিহিত এলাকায় কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের রিপোর্ট অনুযায়ী, মাটির ১০ কিমি গভীরে ছিল এর উৎসস্থল। ইউনাইটেড জিওলজিক্যাল সার্ভে জানিয়েছেন, কম্পনমাত্রা ছিল ৭.৬।

ভূমিকম্পে ক্যারিবিয়ান সাগর সংলগ্নে স্থলভাগে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কী না তা এখনও জানা যায়নি। তবে ক্যারিবিয়ান সাগর, উত্তর হন্ডুরাজ, পোর্তেরিকো এবং ভার্জিন আইল্যান্ডগুলিতে সুনামির সতর্কতা রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি বলেছে, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না, তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য এই সতর্কতা জারি করেছে তারা। 

প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলেছে, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে “বিপজ্জনক সুনামি ঢেউ” শুরু হয়েছিল।

ক্যারিবিয়ান সাগরে অবশ্য শক্তিশালী কোনও ভূমিকম্পের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় রাত সোয়া ২টার দিকে আঘাত হানা এ ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।

২০২১ সাল থেকে এটাই ওই এলাকায় হওয়া সবথেকে বড় ভূমিকম্প। এর আগে হাইতিতে হওয়া ভূমিকম্পের সময় কম্পনের মাত্রা ছিল ৭.২ ম্যাগনিটিউড। এদিনের ভূমিকম্পে এপিসেন্টারের ৬২০ মাইলের মধ্যে থাকা সমস্ত দ্বীপগুলিতেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কেম্যান আইল্যান্ড, জামাইকা, কিউবা, মেক্সিকো, হন্দুরাস, বাহামা, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালায় রয়েছে সতর্কতা।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ