ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দলছুট হয়ে লোকালয়ে নীলগাই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:৩১:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:৩৭:৪৯ অপরাহ্ন
দলছুট হয়ে লোকালয়ে নীলগাই ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নাটোর বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় একটি নীলগাই আটক হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নীলগাইটি আটকের পর প্রাণীসম্পদ বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে ওই নীলগাইটি লোকালয়ে চলে এসেছে। 

স্থানীয় অধিবাসীদের দাবি, শনিবার দুপুরে দয়ারামপুর  এলাকায় ওই প্রাণীটিকে দেখে পিছু নেয় নানা বয়সী মানুষ। দেখতে গরুর মতো ওই প্রাণীটিকে আটক করতে চেষ্টা করে একদল যুবক। যুবকদের ওই প্রচেষ্টা বার বার ব্যর্থ করে এদিক-ওদিক ছুটতে থাকে প্রাণীটি। একপর্যায়ে চতুর্দিক ঘিরে শেখপাড়া এলাকায় নীলগাইটি আটক করতে সক্ষম হন ওই যুবকরা।

খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ ও প্রাণীসম্পদ বিভাগ নীলগাইটি উদ্ধার করে।

বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) দুলাল জানান, খবর পেয়ে তারা গাইটিকে তাদের হেফাজতে নিয়ে পরে প্রাণীসম্পদ বিভাগে হস্তান্তর করেন।

উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার জানান, এটি  বিলুপ্তপ্রায় নীলগাই। সম্ভবত দলছুট হয়ে  চলে এসেছে। নীলগাইটি দেখতে দিনব্যাপী ভিড় করছেন হাজারো উৎসুক জনতা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এই অঞ্চলে এই প্রথম এমন নীলগাই উদ্ধার হলো।

এটিকে যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাগাতিপাড়া উপজলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, নীলগাইটিকে যথাযথ কর্তৃপক্ষর হস্তান্তর করা হয়েছে ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ