শেখ হাসিনা ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে: মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০২-২০২৫ ০৭:৩০:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০২-২০২৫ ০৭:৩০:৪১ অপরাহ্ন
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাসহ ভারত যারা পালিয়ে গেছে, সবাই একসাথে বাংলাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছেন।
তিনি বলেন, কয়দিন আগে টেলিফোনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই-আগস্টে যারা আন্দোলন করেছেন, তাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন।
এসময় বর্তমান পরিস্থিতিতে অতিদ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স