এবার আল আমিনের দায়িত্ব নিলেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০২-২০২৫ ০৭:০৯:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০২-২০২৫ ০৭:০৯:৪৩ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী মো. আল আমিন হাওলাদারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এই মেধাবী শিক্ষার্থীর ভাইয়ের বাসায় গিয়ে মেডিকেলে পড়াশোনার এক সেট বই, এক সেট কংকাল, এপ্রোন ও নগদ অর্থসহায়তা তুলে দেন।
আল আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭ তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তাঁর লেখাপড়ায় অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে খবর পেয়ে আল আমিনের ভর্তি ব্যয় এবং শিক্ষাসামগ্রীসহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান।
উপহার গ্রহণ করে আল আমিন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে নিজেও অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ জামশেদ আলী, বরিশাল জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রেজওয়ান তাহসীন সীমান্ত ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আর রায়হান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স