এলিভেটেড এক্সপ্রেসওয়ে
বেপরোয়া গতির যান ঠেকাতে ভিডিও দেখে মামলা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০২-২০২৫ ০৪:৫৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০২-২০২৫ ০৪:৫৪:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির যান ঠেকাতে ভিডিও দেখে মামলা করা হবে বলে জানিয়েছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। হাসিব হাসান খান বলেন, বেপরোয়া গতিতে যান চলাচল করলে এবং একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লংঘন করলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে।
তিনি আরও জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখন সর্বোচ্চ গতিসীমা আছে ৬০ কিলোমিটার। এটি ৮০ কিলোমিটার করার প্রস্তাব দেয়া হয়েছে। এ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০টি বড় এক্সিডেন্ট হয়েছে, তবে এখন পর্যন্ত কেউ নিহত হয়নি।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স