ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মাঘের শেষে চুয়াডাঙ্গায় দাপট দেখাচ্ছে শীত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১২:৪৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১২:৪৮:৪৮ অপরাহ্ন
মাঘের শেষে চুয়াডাঙ্গায় দাপট দেখাচ্ছে শীত ​ছবি: সংগৃহীত
মাঘের শেষের দিকে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আবারও দাপট দেখাচ্ছে শীত।  দুই দিনে তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির নিচে। উত্তরের হিম বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। এর আগে সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিচ্ছে। হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে। আগামী দুই দিন তাপমাত্রার পারদ আরও কমতে পারে। তবে দিনে রোদ থাকবে। রাতে শীত অনুভূত হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ