ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা আন্তর্জাতিক অপরাধ আদালতের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০৮:২৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০৮:২৬:২৩ অপরাহ্ন
মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা আন্তর্জাতিক অপরাধ আদালতের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করলেও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বিচারিক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে আদালত তার কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়ে আইসিসি এই নিন্দা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি তার কর্মকর্তাদের ওপর (আমেরিকা) নিষেধাজ্ঞা আরোপ করায় এবং আদালতের স্বাধীন ও নিরপেক্ষ বিচারিক কাজের ক্ষতি করার চেষ্টা করার জন্য (মার্কিন) নির্বাহী আদেশ জারির নিন্দা জানাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত এর কর্মীদের পাশে দাঁড়িয়েছে এবং বিশ্বজুড়ে নৃশংসতার শিকার লাখ লাখ নিরীহ ভুক্তভোগীকে ন্যায়বিচার সরবরাহ ও আশা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে।’

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে বলা হয়, ‘আমেরিকা ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে অবৈধ এবং ভিত্তিহীন পদক্ষেপ নেওয়ার কারণে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

এই আদেশের আওতায় মার্কিন নাগরিক বা তাদের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি এবং তাদের পরিবারের ওপর আর্থিক এবং ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে।

ট্রাম্প এমন এক সময় আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন যখন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে রয়েছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ