ফিলিস্তিনিরা অধিকারের লড়াই চালিয়ে যাবে: হামাস
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০২-২০২৫ ০৫:৫৮:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০২-২০২৫ ০৬:১২:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র ওসামা হামদান। যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এমন মন্তব্যের পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, ‘ফিলিস্তিনিরা তাদের অধিকার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং কয়েক দশক ধরে চলা এই প্রচেষ্টা ছেড়ে দেবে না।'তিনি বলেন, ‘যদি আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কাছে এটি পৌঁছে দেয়, তবে ভালো। যদি না হয়, তবে তারা প্রতিরোধ চালিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনের পর এটা স্পষ্ট যে আপনি ফিলিস্তিনি জনগণকে পরাজিত করতে পারবেন না। এই জাতি ৭৫ বছরেরও বেশি সময় ধরে তাদের বৈধ অধিকারের জন্য লড়াই করে আসছে। আমরা হাল ছাড়ব না।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স