ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদকে কারাগারে প্রেরণ

আপলোড সময় : ২৫-০৯-২০২৪ ০৪:৫৬:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৯-২০২৪ ০৯:৫৮:৫০ অপরাহ্ন
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদকে কারাগারে প্রেরণ আদালত প্রাঙ্গণে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ২৫ সেপ্টেম্বর ২০২৪: 
নরসিংদীর মাধবদীতে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ আদেশ দেন। 
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। বেলা ১২টার দিকে তাঁকে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আদালত আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠান। সেই সঙ্গে তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার হালিম বলেন, আসামির বয়স ৭৮ এবং তিনি ঘটনাস্থলে ছিলেন না। তা ছাড়া তিনি অসুস্থ। এসব বিবেচনায় বাদীপক্ষের করা পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেননি আদালত।
আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।
গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা হয়। সেই হামলায় মাধবদীর শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে ৯ আগস্ট মাধবদী থানায় মামলা করেন৷ তারই পরিপ্রেক্ষিতে হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী নূরুল মজিদকে গ্রেপ্তার করা হয়৷ 

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ