ঢাকা , বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অমর একুশে বইমেলা

আনন্দে মাতোয়ারা কোমলমতি শিশুরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০২-২০২৫ ১২:৫৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০৩:২৮:৩৯ অপরাহ্ন
আনন্দে মাতোয়ারা কোমলমতি শিশুরা সংবাদচিত্র: সংগৃহীত
অমর একুশে বইমেলার সপ্তম দিনে মেলার প্রথম শিশুপ্রহরে আনন্দে মেতে উঠেছে শিশুরা। তবে এবার প্রতিবারের মেলার গুরুত্বপূর্ণ আকর্ষণ সিসিমপুর না থাকায় আক্ষেপ অনেকের। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এবারের বইমেলার প্রথম শিশুপ্রহর শুরু হয়। শিশুপ্রহর চলবে দুপুর ১টা পর্যন্ত।

মেলার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে মেলায় এসেছে। কেউ শিশু চত্বরে ঘুরছে, কেউ বাবা-মায়ের সঙ্গে খেলছে। আবার কেউ নতুন খেলার সাথি পেয়ে আনন্দে ছোটাছুটি করছে। অনেকে ঘুরে ঘুরে রকমারি বইও দেখছে। তবে মূল আকর্ষণ সিসিমপুর না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।ঘুরতে আসা শিশু রাফিন বলেন, আমি আম্মুর সঙ্গে এসেছি। বই কিনবো। অনেক ভালো লাগছে।অভিভাবক মুনিরা খান বলেন, আমার মেয়ের দুই বছর বয়স থেকেই প্রতিবছর শিশুপ্রহরে তাকে নিয়ে আসি। এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে।

অনলাইন কার্টুনের যুগে এখানে শিশুরা বাস্তবে সিসিমপুরের হালুম, ইকরিদের সঙ্গে খেলতে পারতো। কিন্তু এবার সেই সুযোগ মেলা কর্তৃপক্ষ রাখেনি। এটা মোটেও ভালো লাগার মতো কোনো বিষয় না।

এবারের বইমেলায় শিশুপ্রহর কেনো নেই জানতে চাইলে মেলা কমিটির সদস্য সচিব সরকার আমিন বলেন, এবারের মেলায় ওরা এবার আসেনি। কেনো আসেনি সেটা ঠিক জানি না। তবে এবার আসবে না সম্ভবত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ