ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ , ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে ঢাকার প্রতিবাদ, নয়াদিল্লিকে নোট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৫:৩৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৫:৪২:৫৫ অপরাহ্ন
​শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে ঢাকার প্রতিবাদ, নয়াদিল্লিকে নোট
ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য-বিবৃতি দেওয়ায় ভারতীয় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে আবারও প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে এই প্রতিবাদপত্র হস্তান্তর করেন।

এতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা ও গুরুতর আপত্তি জানাচ্ছে। কারণ এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে।

মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে, তার (শেখ হাসিনা) এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি দুই দেশের মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।

সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক বিবৃতি দেওয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাব নিয়ে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি, যাতে করে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণে রাখে এবং যাতে করে তিনি এধরনের বক্তব্য-বিবৃতি না দেন; যেটি বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটির কোনও জবাব পাইনি এখনও।

তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অব্যাহতভাবে মিথ্যা ও বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দিয়ে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে এর প্রতিবাদ জানিয়েছে।

ভারতকে বারবার বলার পরও বক্তব্য দেওয়া বন্ধ হচ্ছে না– এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক। সে কারণে হয়তো এই যুব সম্প্রদায়ের অনুভূতিতে বেশি লেগেছে। আমরা ভারতকে অনুরোধ করেই যাচ্ছি, শেখ হাসিনা যেন বক্তব্য দেওয়া থেকে যেন বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখবো কী ঘটে এবং কী পদক্ষেপ নেয়। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।


বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ